২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অগ্নিকান্ডে নি:স্ব ২ পরিবার খোলা আকাশের নিচে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৩ অপরাহ্ণ, ০২ এপ্রিল ২০১৬

আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের লোকজন ১০ দিন যাবত খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ঘরে থাকা জমির কাগজপত্র, পরীক্ষার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় বিশ লক্ষ টাকার মূল্যবান সম্পদ বিনষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুটি।

গত ২৪ মার্চ  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের বিলাঞ্চল খ্যাত নির্জন আস্কর গ্রামের জলধর বৈষ্ণব এবং তার ভাই রমেন্দ্র নাথ ওরফে মধু বৈষ্ণব এর ঘরে সৌরবিদ্যুৎ থেকে আগুন লেগে ঘর দুটি সম্পর্ন ভস্মীভূত হয়।

শনিবার সরেজমিন ভস্মীভূত বাড়ি দেখতে গেলে পোড়া ঘরের শূণ্যভিটার ওপর দাড়িয়ে রমেন্দ্র এবং তার স্ত্রী আলো রানী বিলাপ করে বলেন, সহায় সম্বল যাহা কিছু ছিল আগুন সব কেঁড়ে নিয়েছে। এসময় তাদের সহায়তার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ক্ষতিগ্রস্থ ২পরিবারকে সার্বিক সহায়তা দেবার কথা বলেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন