২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অনিশ্চয়তায় বরিশাল থেকে ১৫ রুটে বাস চলাচল : ৪ দিনেও

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৮ অপরাহ্ণ, ২৪ জুন ২০১৮

দুই বাস মালিক সমিতির দ্বন্দে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিনাঞ্চলের ১৫ টি রুটে ৪র্থ দিনের মতো রোববারও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ উপলক্ষ্যে ১৩ জুন বরিশাল থেকে ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়। কিন্তু বৃহষ্পতিবার সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাঁধা দেয় এবং ঝালকাঠির রায়াপুর নামক স্থানে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও স্টাফদের মারধর করে তারা।

এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবীতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এর ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। মালিক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন ঝালকাঠি থেকে বাস চলাচল করতে দিলেই তারা সব বাস চলাচল স্বাভাবিক করে দেবে।
রুপাতলীস্থ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বাস ভাংচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে সকালে বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মিছিল করেছে।

প্রসঙ্গত: রুটের ন্যায্য হিস্যা নিয়ে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির এবং ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চালনা বন্ধ করে দেয়া হয়। এরপর বিভাগীয় প্রশাসনের আশ্বাসে একাধিকবার বাস চালনা করা হলেও বরিশাল মালিক সমিতির কারনে তা পুনরায় বন্ধ হয়ে যায়। সর্বশেষ চলতি বছরের ৩ জানুয়ারি বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, খুলনার বেশ কয়েকটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিলো। এরপর সমঝোতা বৈঠক শেষে ১৩ জুন সকাল থেকে বরিশাল নগরীর রুপাতলীস্থ বাস টার্মিনাল থেকে সরাসরি ঝালকাঠি রুটে বাস চলাচল শুরু হয়। সে সময়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুনের মধ্যে ন্যায্য হিস্যা নিয়ে সমাধান না হলে ২১ জুন থেকে আবারো সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম ছিলো ঝালকাঠি বাস মালিক সমিতির। ##

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন