২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অবশেষে প্রিয়াঙ্কার দুঃখপ্রকাশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৬ অপরাহ্ণ, ১০ জুন ২০১৮

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র বিতর্কিত একটি এপিসোড, যেখানে ভারতীয়দের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তাতে অভিনয়ের জন্য অবশেষে নীরবতা ভেঙে দুঃখ প্রকাশ করলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

আর এ দুঃখ প্রকাশের জন্য তিনি বেছে নেন নিজের ট্যুইটার হ্যান্ডেলকে। এবং তিনি বলেন, কোনো উদ্দেশ্য থেকে ভারতীয়দের ভাবাবেগকে আঘাত করা হয়নি। তিনি এ-ও বলেন যে, তিনি একজন গর্বিত ভারতীয়।

তিনি লেখেন, আমি অত্যন্ত মনঃক্ষুণ্ন এবং দুঃখিত যে কিছু মানুষ কোয়ান্টিকোর একটি এডিসোড দেখে মনে আঘাত পেয়েছেন। এটা কোনোভাবেই আমার বা আমাদের উদ্দেশ্যমূলক কাজ ছিল না। আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আমি একজন গর্বিত ভারতীয় এবং আমার অবস্থান কোনোদিনই পরিবর্তনযোগ্য নয়।

গত ১ জুন প্রচারিত কোয়ান্টিকোর এপিসোডটি নিয়ে বিতর্কের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন রাখা হয়, একজন ভারতীয় হিসেবে এমন একটি গল্পে কিভাবে কাজ করেন প্রিয়াঙ্কা।

পরে টিভি সিরিজটির নির্বাহী প্রযোজনা সংস্থা এবিসি স্টুডিও-ও এই এপিসোডটির জন্য দুঃখ প্রকাশ করে এবং তারা প্রিয়াঙ্কার পাশে দাঁড়ায়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন