১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আইজিপির তদন্তে প্রমাণ মিলছে পটুয়াখালির এএসপির বিরুদ্ধে ওঠা হিংস্রতার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০১৭

হাফিজুর রহমান বিজয় নামের এক ব্যক্তিকে থানা হেফাজতে আটকে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর সার্কেল এএসপি সাইফুল ইসলামের সম্পৃক্ত রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার সকালে পুলিশের (আইজিপি) মহাপরিদর্শক এ প্রতিবেদনটি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দাখিল করেন।’

ওই প্রতিবেদনে বলা হয়- গত ১২ ফেব্র“য়ারি রাত সাড়ে ১২ টায় থানা হাজত থেকে বের করে ভিকটিম হাফিজুর রহমান বিজয়কে বেধড়ক মারপিট করে জখম করে বলে এএসপি সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী, ওসি তদন্ত লুৎফর রহমান, উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।

থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় গত ২০ ফেব্র“য়ারি পটুয়াখালীর সার্কেল এএসপি সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন বিজয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহ্ম্মদ ফারুক হোসেন।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন