২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আ’লীগ সমর্থকদের অস্ত্র মহড়া

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫০ অপরাহ্ণ, ২১ মার্চ ২০১৬

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  একই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিক এ অভিযোগ করেছেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে কাছে এ অভিযোগ করেন তিনি। সন্ত্রাসীদের ভয়ে ভোটাররা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) আসাদুজ্জামান মিন্টু বলেন, ২২ মার্চ নির্বাচন উপলক্ষে শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এছাড়া উত্তর টেপুরা, কাঠালিয়া, সোনাউঠা, হলুদিয়া, উত্তর রাওজা ও  দক্ষিণ রাওজা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছেন।

পাশাপাশি যদি কেউ ভোট কেন্দ্রে যায় তবে তাকে নৌকা প্রতীকে সিল দিতে হবে বলেও শাসানো হচ্ছে। ক্ষমতাসীন দলের এ প্রার্থীর প্রভাবে আমরা এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মৃধার সঙ্গে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সন্ত্রাসীদের এমন অস্ত্র মহড়ার বিষয়ে হলদিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন