১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

‘ইউক্রেনে মালয়েশিয়ার বিমান ধ্বংস রুশ ক্ষেপণাস্ত্রেই’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৪ অপরাহ্ণ, ২৬ মে ২০১৮

চার বছর আগে মালয়েশিয়ার এয়ারলাইনসের এমএইচ-১৭ বিমানটি ধ্বংসের জন্য যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা সরবরাহ করেছিল রাশিয়ার সেনাবাহিনীর একটি ইউনিট। এ কথা বলেছেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক তদন্তকারীরা। ইউক্রেনের আকাশসীমায় বিমানটি ভূপাতিত করা হয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান, রুশ সেনাবাহিনীর ৫৩তম বিমান বিধ্বংসী মিসাইল ব্রিগেড থেকে ওই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছিল।

২০১৪ সালের জুলাই মাসে আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী বিমানটি ভূপাতিত হয়। এতে ২৯৮ জন যাত্রীর সবাই প্রাণ হারায়।

সংবাদ সম্মেলনে ওই ক্ষেপণাস্ত্রবাহী কনভয়ের মাধ্যমে কিভাবে মিসাইলগুলো পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল, সে সম্পর্কে তদন্তকারীরা কিছু ছবিও প্রকাশ করেন।

ইউক্রেন এবং পশ্চিমা বিশেষজ্ঞরা এর আগে থেকেই অভিযোগ করে আসছিলেন যে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে। তবে রাশিয়া এবং বিদ্রোহীদলগুলো বরাবরই ওই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন