২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইফতারে মধুমাসের আমেজ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৬ অপরাহ্ণ, ২৩ মে ২০১৮

একদিকে মুসলমান ধর্মাবলম্বীদের সংযম সাধনার মাস রমজান অন্যদিকে বাংলার ঋতু বৈচিত্র্যে হরেক ফলের সমাহারের জন্য মধু মাস পরিচিত জৈষ্ঠ্য মাস। এই দুইয়ের আমেজই দেখা গেছে এবারের ইফতার আয়োজনে।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, ইফতারে বাহারি আয়োজনের পাশাপাশি সাধ্যমত মৌসুমী ফলও শোভা পাচ্ছে ইফতারের টেবিলে।

অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকানোর আশংকা থাকলেও দেশী আম, নানা রকম লিচু, তরমুজ, বাঙ্গি, আনারস এসবই এখন যেন ইফতার সামগ্রী।

সারা দিন রোজার শেষে ইফতারের সময় মুসুল্লীরা মধুমাসের এসব দেশী ফলের স্বাদ নিচ্ছেন।

বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ফল ব্যবসায়ীদের নিকট থেকে জানা গেছে, দেশী আম প্রতি কেজি ১০০ টাকা, দেশী লিচু ২০০ টাকা শ, চায়না থ্রি জাতের লিচু ৬শ টাকা কেজি,ছোট আনারস ৬০ টাকা কেজি, তরমুজ ২৫ টাকা কেজি, কলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ইফতারের অন্যান্য সামগ্রী যেমন খেজুর ১৮০ টাকা থেকে শুরু করে ৬শ টাকা কেজি, জিলাপী ১২০ টাকা কেজি সহ অন্যান্য ইফতারী সামগ্রী ১৪০ থেকে ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে এবার ইফতারী আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে মধুমাসের ফলের সমাহার।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন