২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কবিরাজির নামে ‘ধর্ষণ করে ভিডিও করতেন’ তারা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ২৬ মে ২০১৮

কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিওচিত্র ফাঁসের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মুক্তারগাঁতি গ্রামের মৃত হাশেম আনসারির ছেলে মাওলানা জাকারিয়া আনছারি (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন।  বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজনকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন