২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কলাপাড়া সেবাশ্রমে মহানামযজ্ঞ শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫১ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৬

কলাপাড়া:  পটুয়াখালীর কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে ৮০তম বার্ষিক ২৪ প্রহর তিনদিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের সেবাশ্রম প্রাঙ্গনে শুভ অধিবাসের মধ্য দিয়ে এ মহানামযজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ও সেবাশ্রম কমিটির সভাপতি বিপুল হাওলাদার।

 

এ সময় উপস্থিত ছিলেন সেবাশ্রমের সাধারন সম্পাদক এ্যাড.নাথুরাম ভৌমিক, সহ-সভাপতি কমল কৃষ্ণ হাওলাদার, যুব কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন, সাধারন সম্পাদক মিলন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক বিকাশ দাস, সহ সভাপতি জগন্নাথ রায়, অর্থ সম্পাদক বিপ্লব বিশ্বাস প্রমখ।
শুক্রবার সকাল থেকে রবিবার পর্যন্ত বিরামহীন ভাবে মদনমোহন সম্প্রদায় কলাপাড়া, অষ্টসখি সম্প্রদায় পিরোজপুর, শ্রী দূর্গা সম্প্রদায় পটুয়াখালী, গোকুল কৃষ্ণ সম্প্রদায় গোপলগঞ্জ, গোষ্ঠ গোপাল সম্প্রদায় ফরিদপুর, ভক্ত হরিদাস সম্প্রদায় নরসিংদী এ মহানামযজ্ঞানুষ্ঠান পরিবেশন করবেন। ৪ এপ্রিল সেমাবার সকালে কুঞ্জভঙ্গ, জলকেলী ও দুপুরে মহাপ্রভুর ভোগরাগ এবং মহাপ্রসাদ বিতরন করা হবে বলে শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম কমিটির সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে এ মহানামযজ্ঞানুষ্ঠান শুনতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ মন্দির প্রাঙ্গনে জমায়েত হয়েছে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন