১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৯ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৬

কলাপাড়া:  মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়োহাওয়া পটুয়াখালীর কলাপাড়ার ওপর দিয়ে বয়ে গেছে। বৃহস্পতিবার রাতে বৈশাখী ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রবৃষ্টি হয়েছে। স্থানীয় রাডার স্টেশনের দেয়া তথ্যানুসাত্রে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৩৫ কিলোমিটার এবং ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

ঝড়োহাওয়ায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতির শিকার হয়েছে। কিছু ঘরের টিনের চাল আংশিক ক্ষতি হয়েছে। ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার ক্ষয়-ক্ষতির এ খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে হতাহতের কোন খবর মেলেনি। আবহাওয়া অফিস পায়রা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন