২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঝালকাঠি লঞ্চঘাট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ১৭ এপ্রিল ২০১৮

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে জেলার লঞ্চঘাট। ডুবে গেছে প্রায় ২০টির মতো দোকানঘর। মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ২টার দিকে মাত্র ৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে এ ক্ষতি হয়। এছাড়া জেলার কাচা-আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- প্রচণ্ড বেগে ঝড় শুরু হলে পন্টুনের সঙ্গে বাঁধা সুন্দরবন-১২ লঞ্চটির দড়ি ছিঁড়ে নদীর ওপারে ভেসে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সুন্দরবন-১২ লঞ্চের মাস্টার জামাল হোসেন বরিশালটাইমসকে বলেন, প্রচণ্ড ঝড়ো হাওয়ায় পন্টুনের শিকল ছিঁড়ে লঞ্চ নদীতে ভেসে যায়। আমি লঞ্চটি পন্টুনসহ নিয়ন্ত্রণে রেখে নদীর ওপারে নিয়ে যাই। ঘাটের গ্যাংওয়ে নদীতে ডুবে গেছে। আমাদের দু’টি টিকিট বুকিং কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঝড়ে বিধ্বস্ত লঞ্চঘাটটি পরিদর্শন করেছেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন