২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুয়াকাটায় আকস্মিক টর্নেডোতে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ণ, ১১ জুন ২০১৮

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আকস্মিক টর্নেডোতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গতকাল রোববার (১০ জুন) মধ্য রাতে কুয়কাটার হুসেনাপাড়া ও পাঞ্জুপাড়া এলাকায় টর্নেডোর আঘাত হনে। এতে বেবিবাঁধের বাইরের অন্তত পঞ্চাশটি ঘর বাড়ি মুহূর্তেই উড়িয়ে নিয়ে যায়। এছাড়া প্রায় তিন শতাধিক ছোট-বড় গাছপালা ভেঙে গেছে। মারা যায় বেশ কয়েকটি গবাদি পশু। ক্ষতিগ্রস্থরা অধিকাংশই জেলে পরিবারের সদস্য। বর্তমানে ওইসব পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।’

স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে- রোববার রাত দেড়টার দিকে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। উপড়ে নিয়ে গেছে কয়েকটি টিউবয়েল। এ ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এসময় নারী-পুরুষসহ আহত হয়েছে প্রায় ১০জন। আহতদের কুয়কাটা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।’

কুয়কাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বরিশালটাইমসকে জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থদের জন্য খাবার ও পানি সরবারহ করা হয়েছে। তাদের পুর্ণবাসনে সহয়োগিতা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন