২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুয়াকাটায় ১১মণ জাটকা উদ্ধার, ৩ জনকে অর্থদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কুয়াকাটায় অভিযান চালিয়ে ১১মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

উদ্ধার মাছগুলো এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৎস্যবন্দর আলীপুর এবং কুয়াকটার মৎস্য আড়ৎগুলোতে অভিযান চালিয়ে এ মাছ উদ্ধা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মো. রবিউল ইসলাম’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিকদার বাজারের মৎস্য ব্যবসায়ী মো. সামীম হাওলাদার, মেয়র বাজারের দুই ব্যবসায়ী মো. জলিল, মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ জরিমানা করা হয়।

উদ্ধার ঝাটকা আলীপুর ও কুয়াকাটার বিভিন্ন এতিমখানা এবং স্থানীয়দের মাঝে দিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুরত আলমসহ র‌্যাব সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মৎস্য সংরক্ষণ আইনের ৪ ধারায় প্রাথমিক ভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় ৩ ব্যবসায়িকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযানের মাধ্যমে অসাধু মৎস্য ব্যবসায়িদেরকে ঝাটকা ইলিশ কেনাবেচা করতে সতর্ক করা হয়।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন