২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কেনিয়ায় বন্যপ্রাণী হত্যা ও পাচারে মৃত্যুদণ্ডের উদ্যোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৮ অপরাহ্ণ, ১৮ মে ২০১৮

কেনিয়ায় বন্যপ্রাণী পাচারকারীদের কোনোভাবেই থামানো যাচ্ছে না। অবৈধভাবে প্রাণী শিকার করে তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চড়া দামে বিক্রি করার প্রবণতা ক্রমেই বাড়ছে।

কেনিয়া এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছে। কারণ দেশটির বন্যপ্রাণী সম্পদ অবৈধ শিকারীদের কারণে ক্রমে শেষ হয়ে যাচ্ছে।

বন্যপ্রাণী রক্ষা করতে কেনিয়ায় আইন রয়েছে। তবে সেই আইন পাচারকারীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। এ অবস্থায় গত বছরই দেশটিতে ৬৯টি হাতি চোরা শিকারীরা হত্যা করেছে। এছাড়া নয়টি বিরল গণ্ডার হত্যারও প্রমাণ পাওয়া গেছে।

কেনিয়ায় বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙলে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। তবে এতে কাজ হচ্ছে না। কোনোভাবেই থামানো যাচ্ছে না চোরা শিকারিদের। ফলে দেশের আইনপ্রণেতারা এজন্য মৃত্যুদণ্ডের বিধান করার উদ্যোগ নিয়েছেন। দ্রুত এ আইন কার্যকর করা হবে বলেও জানা গেছে।

মৃত্যুদণ্ডের আইন পাশ করার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশের পর্যটন ও বন্যপ্রাণী মন্ত্রী নাজিম বালালা। দ্রুততম সময়ে এই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন