২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ইরফান খান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৫ অপরাহ্ণ, ২৬ মে ২০১৮

মস্তিষ্কে এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম নিউরোএন্ডোক্রাইন টিউমার। গত দুই মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এই শক্তিমান অভিনেতা।

এ-প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা সুজিত সিরকার গণমাধ্যম মুম্বাই মিররকে বলেন, আমি ওঁদের দুজনের সাথে কথা বলেছি। ইরফান ও তাঁর স্ত্রী সুতপা শিকদারের সাথে কথা বলে জানতে পেরেছি, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ইরফান। ইরফান ইতিমধ্যে বুঝে গেছেন যে বেশ কঠিন একটা অসুখের সাথে লড়ছেন তিনি। সুতরাং মন শক্ত করে এবার লড়াইটা লড়ছেন।

এর আগে ইরফানের সাথে ‘পিকু’ ছবিতে কাজ করা এই নির্মাতা আরো জানান, আগামী মাসে তিনি ইরফানের সাথে দেখা করতে যাবেন।

নির্মাতা সুজিত সিরকার ইরফানকে নিয়ে স্বাধীনতাযোদ্ধা উধাম সিং-এর একটি বায়োপিক নির্মাণে আগ্রহী। আর এটার কাজ তিনি শুরু করবেন এ বছরের শেষ নাগাদ।

সুজিত বলেন, আমরা এ বছরের শেষ নাগাদ ছবিটি নির্মাণ শুরু করব। আমরা মূলত ইরফানের সুস্থ হওয়া এবং অভিনয়ে ফেরার অপেক্ষা করব। কেননা তিনি আমাদের একজন শক্তিমান অভিনেতা এবং ভালো বন্ধু।

উল্লেখ্য, দুই মাসের নীরবতা ভেঙে সর্বসম্প্রতি নতুন ছবি ‘কারওয়ান’-এর প্রমোশনে কিছু সময়ের জন্য দেশে আসার ঘোষণা দেন ইরফান খান। এক ট্যুইট বার্তায় বিষয়টি জানান তিনি।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন