২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে জমির বিরোধে প্রতিপক্ষ যুবককে পিটিয়ে হত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫০ অপরাহ্ণ, ১৭ জুন ২০১৮

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জের ধরে মেহেদী হাসান মজুমদার (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৭ জুন) বেলা ২টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের রমানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মেহেদী হাসান কীর্ত্তিপাশার রমানাথপুর গ্রামের দুলাল মজুমদারের ছেলে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বরিশালটাইমসকে জানান, কীর্ত্তিপাশা গ্রামের বাদশা সরদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল মেহেদী হাসানদের পরিবারের। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বাদশা সরদারের লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে মেহেদী হাসানকে হত্যা করে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়।

এ ঘটনায় মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন