২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দশমিনায় যুবলীগের আহবায়ক জেল হাজতে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৮ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০১৬

বুধবার দিবাগত গভীর রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের আহবায়ক নাসির উদ্দিন পালোয়ানকে পুলিশ পিটানো মামলায় গ্রেফতার করা হয়েছে। থানা সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সৈয়দ জাফর এলাকায় নাসির পালোয়ানের নেতৃত্বে ৫০-৬০ জন লোক প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বাসা বাড়ি ঘেড়াও ভাংচুর করে আতংক সৃষ্টি করে।

 

এ সময় এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিহত করে। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ও বিজিবি ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনের জন্য লাঠিচার্জ করলে নাসির পালোয়ানসহ ৬-৭ জন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই জাহিদুল কবির, কনষ্টবল লৎফর কবির ও অমিত চন্দ্র আহত হয়।

 

বৃহস্পতিবার নাসির পলোয়ানকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্বাচনের পূর্বে নাসির পালোয়ার বাদী হয়ে প্রতিপক্ষ আওয়ামী বিদ্রোহী প্রার্থী এড.ইকবাল মাহমুদ লিটনসহ সমর্থকদের বিরুদ্ধে মামলা করে ও লিটন সহদর সায়েম এবং দু’সমর্থক বাদী হয়ে ৩টি মামলায় নাসির পালোয়ানকে অন্যতম আসামী করে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন