২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দশমিনায় সরকারী গাছ কর্তন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০০ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬

দশমিনা: শুক্রবার থেকে স্থানীয় প্রভাবশালী মহল পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে । জানা যায়, উপজেলার সৈয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির মূল্যবান প্রায় ২০টি গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিকদার নয়া মিয়া, তার ভাই মুছা সিকদার ও ইসমাইল সিকদার।

 

এ ঘটনায় জমি দাতা সদস্য মরহুম আনোয়ার আলী তালুকদারের নাতি আলমগীর সিকদারের চ্যলেঞ্জের মূখে গতকাল সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও আজহারুল ইসলাম গাছ কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

এদিকে, নয়া মিয়া গংরা অভিযোগের কথা অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে আমার বাবা মরহুম আলী আকবর সিকদার সাড়ে ৭ শতাংশ জমি দান করলেও ওই জমি অন্য দাগে রয়েছে। গাছ আমাদের জমিতে। বিদ্যালয় অখন্ড জমি ভোগ করবে বিষয়টি আমারদের জানা ছিল না।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন