২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে ছোট লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ১৬ মে ২০১৮

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রী পরিবহনকারী ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বিআইডব্লিউটিএ বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানিয়েছেন- আওহাওয়া অধিদপ্তরের দেখানো ২ নম্বর সতর্ক সংকেতের প্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা সেখান থেকে না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

তবে বরিশাল ঢাকা নৌরুটে চলাচলরত বড় লঞ্চগুলোতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন নির্দেশনা নেই।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার রায় বরিশালটাইমসকে জানিয়েছেন- বুধবার সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই সময়ে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ২০ কিলোমিটার। সন্ধ্যার পরে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

ফলে বরিশালের অভ্যন্তরীণ নদীগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন