১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নগ্নতা বন্ধ না হলে আইনে কাজ হবে না- চরমোনাই পীর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৫ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৬

টিভি, সিনেমা ও মিডিয়ায় নারীদেহকে পণ্য হিসেবে ব্যবহার ও নগ্নতানির্ভর সংস্কৃতি চর্চা বন্ধ না হলে ইভটিজিং বন্ধে কোনো আইন কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এজন্য সরকারকে দেশ, জনগণ ও জনগণের ধর্মীয় অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দু’দিনব্যাপী দাওয়াতুন্নবী (স.) উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলের শেষদিনে প্রধান অতিথির বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ‘সমাজে চলমান অশান্তি দূর করতে গিয়ে মানুষ বিভিন্ন জাগতিক মতবাদ গ্রহণ করছে। কিন্তু এতে সমাজের অশান্তি না কমে বরং বেড়েই চলেছে। আসলে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা ইসলামকে গ্রহণ না করলে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একমাত্র ইসলামই পারে দুনিয়া ও আখেরাতের সমস্যা সমাধান করে দুনিয়াকে শান্তিময় বাসযোগ্য করে তুলতে।’

তিনি বলেন, ‘ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করা কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়। মানুষের জৈবিক যত চাহিদা রয়েছে, সব কিছুর দিকনির্দেশনা রয়েছে ইসলামে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিসহ সব বিষয়ে অনুস্মরণীয় আদর্শের নাম হলো ইসলাম। কোনো মানুষ যদি পরিপূর্ণ ইসলামী জীবনাচার মেনে চলে, সে পরিণত হয় একজন আদর্শ মানুষে। তেমনি সমাজ ও রাষ্ট্র যদি ইসলাম অনুযায়ী পরিচালিত হয়, সেই রাষ্ট্রও হবে বিশ্বের মধ্যে মডেল।’

সম্প্রতি দেশব্যাপী ইভটিজিং-এর ব্যাপকতায় উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, ‘ইসলাম যেখানে নারী-পুরুষের পোশাক-পরিচ্ছদের ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সেখানে উচ্চ আদালত কর্তৃক মহিলাদের বোরকা পরার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইভটিজিং করতে বখাটেদের উসকে দিয়েছে।’

দাওয়াতুন্নবী (স.) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে তাফসীর মাহফিলে বয়ান পেশ করেন, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামি’আ কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতী মুহাম্মদ ওয়ালীউল্লাহ, জামি’আ তা’লিমিয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা), তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আলআযহারী এবং মাহফিল পরিচালনায় ছিলেন নগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

 

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন