১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নৌ ধর্মঘট প্রত্যাহারে ঢাকায় বৈঠক চলছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ২৩ এপ্রিল ২০১৬

নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি নিরসনের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে মালিক-শ্রমিক সমন্বয় সভা শুরু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর শ্রম পরিদফতরে (শ্রম ভবন) সভাটি শুরু হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় সচিব মিকাইল শিপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। এছাড়া রয়েছেন বেশ কয়েকটি শ্রমিক-মালিক সংগঠনের নেতারা।

শুক্রবার (২২ এপ্রিল) নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছিলেন, শ্রমিক নেতাসহ মালিক পক্ষের নেতাদের সভায় উপস্থিত হতে বলা হয়েছে। তারা যথা সময়ে সেখানে যাবেন এবং দাবিগুলো তুলে ধরবেন।

মূলত বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয় অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। এতে ১২ হাজার নৌযান শ্রমিক-কর্মচারী তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট পালন শুরু করেন। অবশ্য শুক্রবার রাত থেকে তাদের কর্মবিরতি স্থগিত রয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন