২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, দুই শিক্ষকের কারাদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪০ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও অহেতুক ঘোরাঘুরির সময়ে হাতেনাতে আটক হয়েছেন দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক। গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দু’জন শিক্ষককে সাতদিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন- উপজেলার পাড়ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র শীল ও পানখালী পাঞ্জাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মাঝি।

উপজেলা নির্বাহী অফিসার বরিশালটাইমসকে জানান- ওই দু’জন প্রধান শিক্ষক মঙ্গলবার পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালীন বিনা অনুমতিতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে অহেতুক ঘোরাঘুরি করছিলেন। তাদের দু’ জনার হাতেই মোবাইল ফোন ছিল।

এ কারণে তাদেরকে তাৎক্ষণিক গ্রেফতার এবং সাজা দেয়া হয়। পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন