২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরের দুই ডাকাত চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০১৬

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুটের ঘটনায় সন্দেহভাজন দুই আসামি র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। একই ঘটনায় র‌্যাবের দুই সদস্য সামান্য আহত হওয়ার খবর দিয়েছে র‌্যাব। সোমবার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে দাবি র‌্যাবের।

কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াকুব আলী (৩৭) এবং কামরুল হাসান (৪৫)। তাদের মধ্যে নিহত ইয়াকুব স্বর্ণ লুটের ঘটনায় সিসিটিভির ফুটেজে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত। এসময় ঘটনাস্থল থেকে ৪টি বিদেশী পিস্তল, ১টি ডিবিবিএল, ২টি এসবিবিএল, ২টি ওয়ান শুটারগান, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, ৮ রাউন্ড খালি খোসা, ২টি কুড়াল, ২টি চাপাতি, ২টি ছোরা, ২টি রামদা, ৫৮ গ্রাম লুন্ঠণ করা স্বর্ণ, ১০টি মোবাইল সেট, ১৪ টি সীম, ২টি স্ক্রু ড্রাইভার, নগদ ১২হাজার ৯শ ২৯ টাকা, ৩৪টি মোবাইল রিচার্জ কার্ড, ২টি ড্রাইভিং লাইসেন্স, ৩টি টর্চ লাইট, ১ বোতল ফেন্সিডিল, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশী মদ, ১৫ গ্রাম গাঁজা এবং ৩টি গাঁজা খাওয়ার কল্কি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর পরিচালন লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গত ২৬ ফ্রেব্র“য়ারি বারৈয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটে। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজে সনাক্ত করা কয়েকজন ডাকাত পুনরায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ডাকাতরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। এসময় র‌্যাবের দুই সদস্য সামান্য আহত হয়।’

এদিকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বারৈয়ারহাটে স্বর্ণ ডাকাতির ঘটনায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘স্বর্ণ ডাকাত’ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে গত ২৬ ফ্রেব্র“য়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বারৈয়ারহাট বাজারের মসজিদ মার্কেটের ‘শামীম জুয়েলার্সে’ হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় একদল ডাকাত। ডাকাতির পর পালানোর সময় তাদের ফাটানো হাতবোমায় এক স্কুলছাত্রসহ দুজন আহত হয়। ওই সময় দোকান মালিক শাহাবুদ্দিন দাবি করেন, দুর্বৃত্তরা তার দোকান থেকে অন্তত ২৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন