১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুরের শীর্ষ সন্ত্রাসী তন্ময় গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ১৭ মে ২০১৬

পিরোজপুরের স্বরূপকাঠিতে তিনটি বাজারে হামলা ও লুটপাটের হোতা কথিত ছাত্রলীগ নেতা তামজিদ ইসলাম তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে স্বরূপকাঠি থানার পুলিশ উপজেলার সোহাগদল কলেজ হোস্টেল এলাকা থেকে তন্ময়কে গ্রেফতার করে। তন্ময় কৌরিখাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে এবং ইন্দেরহাট বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

 
শনিবার রাতে তন্ময়ের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী কয়েক দফা হামলা চালিয়ে সোহাগদলের একতা বাজার, শেখপাড়া বাজার ও আলকিরহাট বাজারের ১৪টি দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হয় শামসুল আলম খোকন। খোকন স্বরূপকাঠি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

 

একতা বাজার কমিটির সভাপতি মো. নাজমুল হাসান জানান, শনিবার রাতে তাণ্ডবের পর রোববার ওই তিন বাজারে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে ভয় পাচ্ছেন। সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ওই বাজারগুলোতে ঘুরে ব্যবসায়ীদের অভয় দিলেও অনেকেই তাতে ভরসা রাখতে পারছেন না।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন