১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্বামী খুনের দায়ে স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩০ অপরাহ্ণ, ০৪ মে ২০১৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলার মনিরুজ্জামান মাঝি হত্যা মামলায় তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পনেরো হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডিতরা হলেন মানিক মাঝির স্ত্রী শিউলী বেগম, আসাদ মাঝি, বেল্লাল গাজী ও গাজী ফরিদ আহম্মেদ। এদের মধ্যে ফরিদ আহম্মেদ মামলা চলাকালে মারা গেছেন।

রায় ঘোষণার সময় শিউলি বেগম আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, শিউলির অনৈতিক সম্পর্কের জেরে মানিক মাঝির সঙ্গে তার কলহ চলছিল। এর জেরে ২০১০ সালের ২৫ মে রাতে তিন সহযোগী নিয়ে শিউলি বেগম মানিক মাঝিকে কুপিয়ে হত্যা করেন।

ওই আদালতের পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ঘটনার পরদিন নিহতের ছোটভাই মিজানুর রহমান জিয়ানগর থানায় মামলা করেন।

ওই মামলায় মানিক-শিউলি দম্পতির দুই শিশু সন্তান সাক্ষ্য দেয় বলে জানান আলাউদ্দিন। তাদের দুই ছেলে মাহিম (১৪) ও মাহির (১২) রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন