১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্ত! সনদ বাতিল দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৭ অপরাহ্ণ, ০৮ এপ্রিল ২০১৮

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে সোহরাব হোসেন বেপারিকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তার সনদ বাতিল ও শাস্তির দাবি জানিয়েছে ইকড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড।

রোববার (০৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংগঠনটি বলছে, ওই ভুয়া মুক্তিযোদ্ধার কারণে বিচলিত আসল মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন- মৃত আজমত আলী বেপারির ছেলে সোহরাব হোসেন বেপারি ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি যে মুক্তিযোদ্ধা এলাকার সবাই সে সংবাদ শুনে বিচলিত। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা তাকে কখনও যুদ্ধে অংশগ্রহণ করতে দেখেনি ও তাকে কেউ চেনে না।

সোহরাব বেপারির বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুল আলম হাওলাদার ও বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ইকড়ি ইউনিয়নের সদস্যরা।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন