২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় বরিশালে ৫২ জেলে আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৫ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৭

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকারের অভিযোগে বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে জব্দ করা হয়েছে ১ লাখ ৮ হাজার মিটার জাল ও ১৬৫ কেজি ইলিশ মাছ।

শুক্রবার ভোর রাত থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে এই অভিযান চালায় মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড।

অভিযান শেষে শুক্রবার রাত সাতটার দিকে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন- আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তুলে তাদের মধ্যে ৩৫ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাকি ১৭ জেলের কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জব্দ ১ লাখ ৮ হাজার মিটার জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এছাড়া ১৬৫ কেজি মা ইলিশ বরিশালের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান বিমল চন্দ্র দাস।

 

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন