২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

প্রজ্ঞাপন জারির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ণ, ০৯ মে ২০১৮

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা শীঘ্রই প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, কোটা বাতিলের যে যুগান্তকারী ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই জন্য দ্রুত এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে, ততদিন পর্যন্ত তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন