২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

প্রতিপক্ষের আগুনে পুড়লো রওশনারার ঘর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৮ অপরাহ্ণ, ০৪ মে ২০১৬

বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামে শত্রুদের দেয়া আগুনে পরে ছাই হয়ে গেল বিধবা রওশনারার বসতঘর।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। তালতলী প্রেসক্লাবে এসে রওশনারার দেয়া অভিযোগে জানাগেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর আগে স্বামী দলিল উদ্দিন মারা যাওয়ার পর ৪ ছেলে মেয়ে নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে রওশনারা।

 

স্বামীর মৃতুর পর থেকেই পার্শ্ববর্তী ফরিদ সরদার আমার থাকা (স্থানীয় মাপের) ৫ কাঠা জমি জোরজবরে ভোগ দখল করিতে চায়। সেই থেকেই উভয়ের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। জমিটুকু দখল করতে ব্যর্থ হয়ে অনেক সময়ই বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। একপর্যায় মঙ্গলবার গভীর রাতে কেরোসিন ঢেলে বসতঘরে আগুন দিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়।

 

আগুনে পুরে গেছে রওশনারার বসত ঘর, নগদ টাকা ও মালামাল। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা। সুবিচারের আশায় রওশনারা নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন