২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় শিশু রবিউল হত্যার রায় ২৬ মে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৪ অপরাহ্ণ, ১৯ মে ২০১৬

বরগুনা: বরগুনার তালতলীতে ১১ বছরের শিশু রবিউল হত্যাকাণ্ডের ৯ মাসের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষে ২৬ মে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক উপস্থাপনের পরে এ আদেশ দেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় ২৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের বিজ্ঞ বিচারক মামলাটির বিচারকি কার্যক্রম সম্পন্ন করে চলতি মাসের ২৬ মে রায়ের দিন ধার্য করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আখতারুজ্জামান বাহাদুর ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শফিকুর রহমান সোহাগ।

বাদী পক্ষের আইনজীবী আক্তারুজ্জমান বাহাদুর বরিশালটাইমসকে বলেন, শিশু রবিউলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো তার সাক্ষ্য প্রমাণ আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী আদালত রবিউল হত্যার প্রধান আসামি মিরাজকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।

২০১৫ সালের ৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের লকরার খালে ১১ বছরের শিশু রবিউলকে হত্যা করে ফেলে রাখা হয়। এঘটনায় রবিউলের বাবা অভিযুক্ত মিরাজকে প্রধান আসামি করে মামলা দায়ের করলে মিরাজ ৬ আগস্ট আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন