২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৭ অপরাহ্ণ, ১৪ মে ২০১৬

বরিশাল: ১০ দফা দাবি আদায়ে বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

শনিবার (১৪ মে) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন করেন তারা।

এতে বক্তব্য রাখেন মো. আরিফুর রহমান, সঞ্জিব মজুমদার, ওবায়দুর রহমান, সোয়াইব হোসেন, সৌরভ, শেখর, মিল্টন, ও মো. হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে রোববার জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান, ১৬ মে সকাল ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে  অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১২ মে) থেকে ১০ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন আইএইচটির শিক্ষার্থীরা।

তাদের দাবির মধ্যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্থগিতকৃত নিয়োগ প্রদান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ, সরকারি চাকরিতে ১০ম গ্রেড প্রদান, আইএইচটিতে বিএসসি কোর্স চালু, প্যারামেডিকেল শিক্ষাবোর্ডের পরিবর্তে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি অন্যতম।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন