১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে আগামী দুদিন কালবৈশাখীর আশঙ্কা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১ অপরাহ্ণ, ০৭ এপ্রিল ২০১৮

আগামীকাল (রোববার) ও পরদিন বরিশালের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৭ এপ্রিল) সকালে এ কথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান।

কালবৈশাখীর সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

মোহাম্মদ আব্দুর রহমান সাংবাদিকদের জানান- অন্যান্য অঞ্চলেও কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও এই অঞ্চলগুলোতে সম্ভাবনাটা একটু বেশি থাকবে।

তিনি বলেন, ‘যখন আকাশে কালো মেঘ দেখা যাবে তখন জীবন রক্ষার্থে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।’

এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খুব বেশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম তবে এরপরে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলেও জানান তিনি।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন