২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে মাদক মামলায় পুলিশের এসআই জেলহাজতে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৬ অপরাহ্ণ, ১৯ জুন ২০১৭

মাদক মামলায় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মিস্ত্রিকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (১৯ জুন) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

এসআই চিন্ময় মিস্ত্রি বর্তমানে গাজীপুর শিল্প পুলিশে কর্মরত রয়েছেন।

বরিশাল আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ২৪ জুলাই চিহ্নিত মাদক ব্যবসায়ি নিধু মিস্ত্রিকে মাদকসহ আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। ওই ঘটনায় সেই দিনই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহম্মেদ।

পরবর্তীতে মাদক ব্যবসায়ি নিধু মিস্ত্রিকে আদালতে প্রেরণ করলে সে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মিস্ত্রি এবং বেল¬াল গাজীসহ ৫ জনের মাদক বিক্রি করছে বলে স্বীকারোক্তি দেয়।

ফলে আদালত বিষয়টি তদন্তের গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম একই বছরের ৫ সেপ্টম্বর এসআই চিন্ময় মিস্ত্রি, বেল¬াল গাজী ও নিধু মিস্ত্রিসহ ৬জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। যার প্রেক্ষিতে আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন।

কিন্তু আসামিরা হাজিরা দীর্ঘদিন পলাতক থাকার কারণে ওই বছরের ২২ ডিসেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ওই মামলায় সোমবার এসআই চিন্ময় মিস্ত্রি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।’’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন