২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে সাংবাদিক নির্যাতন : ডিবি পুলিশের এসআইসহ ৮ পুলিশ ক্লোজড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩০ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০১৮

বরিশালে কর্মরত ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারর্সন সুমন হাসানকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারসহ ৮ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সেই সাথে পুরো ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

এই বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার (এসি) মো. শাখায়াত হোসেন।

এদিকে আহত সুমনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমনের বরাত দিয়ে ডিবিসি চ্যানেলের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপু বরিশালটাইমসকে জানিয়েছেন- মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বিউটি সিনেমা হলের সম্মুখ থেকে জাহিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ। ওই মাদক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক সুমনের ভাই আরিফ হোসেন সিয়ামের নাম প্রকাশ করেন।

এই বিষয়টি জানতে পেরে সুমন সেখানে গিয়ে ডিবি পুলিশের উপস্থিতে কেন তার ভাইয়ের নামটি বলা হচ্ছে জানতে চেয়েছেন জাহিদের কাছে। এতে অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সুমনকে ধরে ফেলা হয়। একপর্যায়ে তাকে সেখানে ফেলে এলোপাতারি পেটানো হয়।

এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এই পুরো বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে অবহিত করা হয়ে তিনি অভিযুক্ত ওই ৮ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজড করে লাইনে সংযুক্ত করেন।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হচ্ছে- ডিবি পুলিশের কাছে আটক জাহিদের ওপরে সুমন হামলা করেন। ওই সময় তারা সুমনকে থামাতে গেলে হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।”

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন