২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৫ অপরাহ্ণ, ২৭ মে ২০১৮

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাঁদা তোলা ও আধিপত্য বিস্তার নিয়ে হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১০জন হিজড়া আহত হয়েছেন। রোববার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- হিজড়া রীনা, লিপি, লাকী, পায়েল, দোয়েল এবং ঝিলমিল। বাকি ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন- চাঁদা আদায় নিয়ে সকাল ১০টার দিকে উপজেলা সদর রোড এলাকায় রীনা হিজড়ার ওপর হামলা চালায় পায়েল হিজড়া ও তার সহযোগীরা। খবর পেয়ে রীনার সহযোগীরা ঘটনাস্থলে ছুটে এসে পাল্টা হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ১০জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বরিশালটাইমসকে জানিয়েছেন, হিজড়াদের মারামারির ঘটনায় অভিযোগ পেয়ে দুই গ্রুপকে থানায় ডাকা হয়েছে। দুই গ্রুপের মতামত শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন