১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল ছাত্রলীগ নেতা নাহিদের হামলায় ঠিকাদার রক্তাক্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৭ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০১৬

বরিশাল নগরীতে ছাত্রলীগ নেতার হামলায় মো. সেলিম খান (৩৫) নামে এক ঠিকাদার রক্তাক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর বান্দ রোডস্থ বরিশাল এলজিইডির প্রকৌশল কার্যালয়ে তিনি এ হামলার শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা মো. সেলিম খান স্থানীয় আরসি কলেজের সাবেক ভিপি। তবে তিনি এখন ঠিকাদার হিসেবেই সকলের কাছে পরিচিত।’

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেন্দিগঞ্জের সিসিআরপি’র প্রায় ১১ কোটি টাকার একটি কাজের সর্বনিু দরদাতা হন ভিপি মো. সেলিম খান। সেই একই প্রকল্পের ২য় সর্বনিু দরদাতা হন বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত।’ বৃহস্পতিবার বিকেলে ভিপি সেলিম ওই প্রকল্পের পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে এলজিইডি কার্যালয়ে গেলে সেখানে নাহিদ বাধা দেন। এসময় উভয়ের মধ্যে বাকবিতান্ডা হলে নাহিদ সেরনিয়াবাত তার ১৫ থেকে ২০ সহযোগী নিয়ে ভিপি সেলিমের ওপর হামলা চালায়।

 

এক পর্যায়ে ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাত একটি রিভলবর বের করে সেলিমের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হলে এলজিইডির স্টাফরাই উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেলিম শেবাচিম হাসপাতালের ৫তলার ১৩নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে রিভলবার দিয়ে আঘাত করার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাত বলছেন, ওই ঠিকাদারের কাছে সে ৫০ লাখ টাকা পাবেন। অনেক দিন খুঁজেও তার দেখা পায়নি। এলজিইডি কার্যালয়ে দেখা পেয়ে টাকার তাগিদ দিলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় তার সাথে থাকা এক ছেলে কলম দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।’

 

এলজিইডির সহকারী প্রকৌশলী অলিউল ইসলাম জানান, তিনি শুনেছেন পাশের কক্ষে ঝামেলা হয়েছে। পরে ডাক-চিৎকার শুনে তারা সেখানে যান। অনেক রক্ত পড়তে দেখে অফিস স্টাফ দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে এলজিইডি কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু তার আগেই ওই ঠিকাদারকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন