২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস মাদারীপুরে দুর্ঘটনার শিকার নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০০ অপরাহ্ণ, ১৮ জুন ২০১৭

বরিশাল থেকে যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস মাদারীপুরে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিহতদের মধ্যে রংপুরের সারিয়াকান্দি এলাকার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ (২৫) ও বরিশাল পশ্চিম মল্লিক কান্দি এলাকার ফজর আলী হাওলাদেরর ছেলে জাকির হোসেন হাওলাদারের পরিচয় পাওয়া গেছে।

রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আমজাদ হোসেন জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজশাহী থেকে বরিশালগামী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত ও ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মী ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যান চলাচলে ব্যবস্থা নেয়া হচ্ছে।”

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন