২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল থেকে নভোএয়ার এর যাত্রা শনিবার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৬ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৬

বরিশাল: বরিশাল-ঢাকা আকাশ পথে শনিবার (২ এপ্রিল) থেকে যাত্রী পরিবহন করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইট। এ উপলক্ষে সংস্থাটি তাদের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে। প্রতি সপ্তাহে ৪দিন এই সংস্থটি এ রুটে যাত্রী পরিবহন করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে- শনিবার ফ্লাইটটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর যাত্রীরা একটি টিকিটের সাথে আরেকটি একদম ফ্রি পাবে।

সুতরাং একটি টিকিট ক্রয় করলেই দু’জনের ভ্রমণ সুবিধা নিশ্চিত। আর এ সুযোগ থাকছে পুরো এপ্রিল মাসজুড়ে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর এবং সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।’

এছাড়া মাসজুড়ে যাত্রীদের ফ্রি টিকিটের অফার নিয়ে নভোএয়ার শুক্রবার রাজশাহী-ঢাকা আকাশ পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শাহ মাখদুম বিমানবন্দরে উদ্বোধনী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফজলে হোসনে বাদশা এবং নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, বশিাল-ঢাকা সংস্থটি প্রতি সপ্তাহের শনি, রোব, মঙ্গল এবং বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে। এ  রুটের ভাড়া সর্বনিন্ম ৩২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর এবং সৈয়দপুর ভ্রমণ করতে পারবেন মাত্র ৬০০০ টাকায়।’

বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষ্যে বিশেষ আকর্ষণ স্বরূপ প্রথম একমাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেয়া হবে।’

তাছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য, নেপালসহ  আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে বলে জানান একেএম মাহফুজুল আলম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল বিমানবন্দরের ম্যানেজার মো. হানিফ জানান, সংস্থটি ফ্লাইট চালুর ব্যাপারে তাদের অবহিত করেছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে কে বা কারা উপস্থিত থাকছেন তা ষ্পষ্ট করেনি।’

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন