২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল পুলিশের অভিযানে ৬ দিনে ২১৩ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৯ অপরাহ্ণ, ২৪ মে ২০১৮

বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৩ জনকে গ্রেফতার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ মে) বরিশাল রেঞ্জের অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বরিশাল রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে মোট ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা, ১৪ কেজি ২৪৯ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও নগদ ৮২ হাজার টাকা, বিদেশি বিয়ার ২৩ ক্যান, ৩শ’ মিলিলিটার চোলাইমদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মোট ১৭১ মামলা রুজু করা হয়েছে।

গত ১৮ মে থেকে শুরু হওয়া বরিশালের ৬ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন