২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল সিঅ্যান্ডবি রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৫ অপরাহ্ণ, ২১ মে ২০১৮

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন ও ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে- বরিশাল নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পুল এলাকা শুরু করে মৎস্যভবন পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কে শতাধিক অবৈধ ব্যাবসাপ্রতিষ্ঠানের উচ্ছেদ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- বরিশাল ঢাকা ও কুয়াকাটা চলাচলের জন্য নগরীর সিঅ্যান্ডবি সড়কটি বর্ধিত করে ফোরলে রুপ দেওয়া হয়। কিন্তু সড়কটি নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কারণে ফোরলেন সড়কটি আনুষ্ঠিকভাবে উদ্বোধন হচ্ছে না। ফলে দিনে দিনে এক শ্রেণির অবৈধ ফুটপাত ব্যাবসায়ীদের দখলে চলে যায় ফোরলেন সড়কটি।

এতে যানবাহন চলাচলসহ পথচারীদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে। মূলত এমন অভিযোগের ভিত্তিতে সড়ক জনপদের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন