২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল সিটিতে নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৯ অপরাহ্ণ, ১৪ জুন ২০১৮

বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আগাম সব ধরনের প্রচারসামগ্রী (ব্যানার, ফেস্টুন, তোরণ, পোস্টার, বিলবোর্ড) সরিয়ে নেয়ার নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০ জুন রাত ১২টার মধ্যে এসব না সরালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, নির্দিষ্ট সময়ে মধ্যে এসব প্রচার সামগ্রী না সরালে জরিমানা, দণ্ড অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে। সচিব আরও বলেন, এসব নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করার জন্য বরিশালে ১০, সিলেটে ৯ ও রাজশাহীতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এই তিন সিটিতে ২৮ জুন ভোট। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন