২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডে আ’লীগের প্রার্থী যারা…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ২৫ জুন ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ পেয়েছে। ওই তালিকায় শহরের ২০, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড ব্যতীত ২৭ প্রার্থীর নাম রয়েছে। বাকি তিনটি ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলর প্রার্থী কে হচ্ছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মনোনীত ২৭ প্রার্থীরা হচ্ছেন-

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ডে মাইনুল, ৩ নম্বর ওয়ার্ডে তরুণ আ.লীগ নেতা মজিবর, ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে নাদের, ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মাসুম ভূইয়া, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ১১ নম্বর ওয়ার্ডে আ’লীগ নেতা মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ভুলু, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মহেদি পারভেজ আবির , ১৪ নম্বর ওয়ার্ডের মো. তৌহিদুর রহমান ছাবিদ, ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন খান লাভলু, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান বাদশা, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে মিঞা মো. কামরুজ্জামান সোনা , ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২১ নম্বর ওয়ার্ডে সাইদ আহম্মেদ মান্না , ২২ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ, ২৪ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান শরিফ, ২৫ নম্বর ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে রশিদ হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, এবং ৩০ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা।’

বরিশাল মহানগর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানিয়েছেন- এই তালিকাটি চূড়ান্ত নয়। পরবর্তীতে পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন