১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাদ পড়ার মুখে দাঁড়িয়েও মোস্তাফিজকে নেবে না মুম্বাই!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ১৬ মে ২০১৮

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ হারলেই টুর্নামেন্ট শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের। বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কি মোস্তাফিজুর রহমানকে একাদশে ফেরাবে রোহিত শর্মার দল? সম্ভবত না। ভারতীয় গণমাধ্যমে সম্ভাব্য যে একাদশ এসেছে, তাতে আজও সাইডলাইনেই বসিয়ে রাখা হতে পারে বাংলাদেশি কাটার মাস্টারকে।

১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক উপরে কিংস ইলেভেন পাঞ্জাব। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই ভীষণ গুরুত্ববহ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবে না মুম্বাই। গত কয়েক ম্যাচেই মোস্তাফিজ আছেন একাদশের বাইরে। আজও তেমনটাই দেখা যাবে।

আজ জিতলে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে চলে আসবে মুম্বাই। তাদের রানরেটও বেশ ভালো, ০.৪০৫। শুধু ভালো বললে ভুল হবে, পয়েন্ট তালিকার এক নাম্বারে থাকা সানরাইজার্স হায়দরাবাদের থেকেও রানরেটে এগিয়ে রয়েছে রোহিতের দল। আজ জিতলে তাই প্লে-অফে খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে তাদের। হারলে অবশ্য এসব হিসেব কোনো কাজেই আসবে না।

পয়েন্ট বেশি হলেও বেশ ঝুঁকিতে আছে পঞ্জাব। এখনও তাদের প্লে-অফ নিশ্চিত হয়নি। আজ হারলে লড়াই থেকে ছিটকে পড়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে রবিচন্দ্রন অশ্বিনের দলের। কেননা সব দলের মধ্যে তাদের রানরেটই সবার নিচে, -০.৫১৮।

দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জিতেছে মুম্বাই। ইন্দোরে পাঞ্জাবকে ১৭৬ রানে আটকে দিয়ে এক ওভার বাকি থাকতেই। আজ খেলা হবে ওয়াংখেড়েতে, যেখানকার পিচ ইন্দোরের মতো ওতটা ব্যাটিং সহায়ক হবে না। আর পাঞ্জাবের ব্যাটিং মূলতঃ দাঁড়িয়ে দুই ওপেনার ক্রিস গেইল আর লোকেশ রাহুলের উপর। তাদের দুজনকে দ্রুত সাজঘরে ফেরাতে পারলে খেলা অনেকটাই আয়ত্ত্বে নিয়ে আসতে পারবে মুম্বাই।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ : এভিন লুইস, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, জেপি ডুমিনি/কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাঘান, জাসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে।

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ : লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোয়নিস/মুজিব উর রহমান, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন