১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৩ অপরাহ্ণ, ১৭ মে ২০১৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রাখাইনরা বৌদ্ধ ভিক্ষু উ থাম্মা ওয়াসাকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালী বের করেছে। মঙ্গলবার সকালে করাণী পাড়া সংলগ্ন রাখাইন মহিলা মার্কেটে কুয়াকাটার বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস ইউনিটি এ কর্মসূচীর আয়োজন করে।

 

এতে উপজেলার বিভিন্ন পাড়ার শতাধিক রাখাইন নারী পুরুষ ও বৌদ্ধ ভিক্ষুরা অংশগ্রহন করেন।

 

প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের ভিক্ষু উ নানুটারা, মিসরিপাড়া বৌদ্দ বিহারের অধ্যক্ষ উত্তম ভিক্ষু, আমখোলা পাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষু উ চুচাইতা মহাথের, বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস ইউনিটির সভাপতি অংথায় রাখাইন, রাখাইন ওয়েল ফেয়ার এসোশিয়েশনের সভাপতি উথাচিং বাবু, রাখাইন মহিলা মার্কেটের সভাপতি লুমা রাখাইন, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের সভাপতি এমং তালুকদার ও সাধারন সম্পাদক ওয়েন মং প্রমুখ। বক্তারা বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাক পাড়ায় বৌদ্ধ ভিক্ষু উ থাম্মা ওয়াসাকে হত্যার বিচার ও দাবী দোষিদের শাস্তি দাবী করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন