২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিমান বিধ্বস্ত: ৩৬ বাংলাদেশির মধ্যে বেঁচে আছেন ১৪ জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৪ অপরাহ্ণ, ১২ মার্চ ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের ৩৬ বাংলাদেশির মধ্যে ১৪ জন জীবিত রয়েছে।  কাঠমান্ডুতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

তবে ইউএস-বাংলা কর্তৃপক্ষ দাবি করেছে, দুর্ঘটনার পর অন্তত ১৬ যাত্রী এখনো জীবিত রয়েছে।

বিমানটিতে চার ক্রুসহ ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপালের ৩৩ জন এবং একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আজ সোমবার এসটু-এইউজি মডেলের ৭৮ সিটের ওই বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছেন নেপালের বেসরকারি বিমানচলাচল কর্তৃপক্ষের প্রধান সঞ্জীব গৌতম।  এদিকে বিমান দুর্ঘটনার জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া ভুল তথ্যকে দায়ী করেছে ইউএস-বাংলা।

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন