১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিসিসির কর্মকর্তাদের আইটি প্রশিক্ষণ দিচ্ছে সাতরং সিস্টেমস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৩ অপরাহ্ণ, ১৩ নভেম্বর ২০১৭

বরিশাল সিটি করপোরেশনের ১৪ জন কর্মকর্তা-কর্মচারিকে বেসিক আইটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস। জার্মান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ অফিসের ‘রেজিলেন্ট অ্যান্ড ইনক্লুসিভ আরবান ডেভেলপমেন্ট’ (আর.আই.ইউ.ডি) প্রজেক্টের সহায়তায় ম্যাসব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ছিল গতকাল ১৩ নভেম্বর।

সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে এউপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা নন্দিতা বসু, সাতরং সিস্টেমস’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন, চিফ ট্রেইনার ইব্রাহিম খলিল রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিলেন্ট এন্ড ইনক্লুসিভ আরবান ডেভেলপমেন্ট (আর.আই.ইউ.ডি) প্রজেক্টের অ্যাডভাইজার মোহাম্মদ আল আমিন নূর।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে আইটিতে দক্ষ-কর্মকর্তা-কর্মচারী গড়ে তোলা সম্ভব হলে জনগণ সহজেই এর সুফল ভোগ করতে পারবে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের আইটি প্রশিক্ষণের এই ধারা অব্যাহত থাকলে সেবাপ্রার্থী নগরবাসী আরো দ্রুত নাগরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

বেসিক আইটি প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল সিটি করপোরেশনের ট্রেডলাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান (শাহিন)। তিনি বলেন, জিআইজেড প্রজেক্টের সহায়তায় আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস তাদের অত্যাধুনিক নেটওয়ার্ক সমৃদ্ধ কম্পিউটার ল্যাবে যেভাবে আমাদেরকে হাতে-কলমে ‘বেসিক আইটি’ সম্পর্কে প্রাকটিক্যাল ধারনা দিয়েছে তাতে আমরা দারুনভাবে উপকৃত হয়েছি।

গত ১৪ অক্টোবর আইটি প্রতিষ্ঠান ‘সাতরং সিস্টেমস’র কম্পিউটার ল্যাব-১ এ বেসিক আইটি ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার খান মো: নুরুল ইসলাম।’’

 

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন