১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৮ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬

ঝালকাঠিতে বড় ভাইকে গলা কেটে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়েরা জজ শফিকুল করিম এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মান্নান রসুল এ তথ্য জানিয়েছেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম নাজমুল ওরফে আজমুল। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি বেল্লাল হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে এমাদুল নামে এক যুববকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর গভীররাতে পারিবারিক কলোহের জের ধরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আল-আমিনকে গলা কেটে হত্যা করেন তার ছোট ভাই নাজমুল ও সহযোগী বেল্লাল হোসেন।

পরের দিন সকালে পার্শ্ববর্তী চেচড়িরামপুর গ্রামে তার মৃতদেহ পাওয়া যায়।

ওই দিনই বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করেন জিয়াউল হক।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন