২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০১৬

ভোলা সদরের পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেম্বর প্রার্থী শাহে আলম ও নিজাম উদ্দিন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভোট কেন্দ্র হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০জন আহত হয়।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধ হন। এরা হলেন, জাকির হোসেন, বাগন আলী, রমিজ, মাকসুদ, তাসলিমা ও মাজেদা সর্দার। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন