২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় ৭ লাখ পিস বাগদা-গলদা রেনু উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৮ অপরাহ্ণ, ১৬ মে ২০১৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন থেকে পাচারকালে অবৈধ প্রায় ৭ লাখ পিস বাগদা ও গলদা চিংড়ির রেনু জব্দ করেছে ডিবি পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, ভোলার গোয়েন্দা (ডিবি) এবং বোরহানউদ্দিন থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। অভিযান চালিয়ে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথা থেকে ১৫ ব্যারেল বাগদা রেনু জব্দ করে।

এছাড়া বোরহানউদ্দিন থানা পুলিশ অপর একটি অভিযান চালিয়ে আরো অন্তত ১৫ ব্যারেল বাগদা রেনু জব্দ করে। এইসব ব্যারেলে প্রায় ৭ লাখ পিস বাগদা রেনু আটক করে। তবে এর সঙ্গে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বহনকারী ট্রাকও। এসব বাগদা রেনু খুলনায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত রেনু চিংড়ির মূল্য আনুমানিক প্রায় ৩২ লাখ টাকা। পরে এসব রেনু নদী এবং পুকুরে অবমুক্ত করা হয়।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন