২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলা উন্নয়নে ৪৬৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে: বাণিজ্যমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৭ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০১৮

ভোলায় প্রচুর গ্যাসের মজুদ রয়েছে, এই বিপুল পরিমান গ্যাস দিয়ে প্রচুর শিল্প-কল-কারখানা স্থাপন করা হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তজুমদ্দিন স্টেডিয়ামে তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সম্পাদক অহিদ উল্লাহ জসিম হাওলাদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিল্প-কল-কারখানা স্থাপন হলে বেকারদের কর্মসংস্থান হবে। এছাড়া জেলায় অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে বলেও জানান তিনি।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, আলী আজম মুকুল এমপিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন